লা তাহযান হতাশ হবেন না - PDF

লা তাহযান হতাশ হবেন না - PDF ড. আয়েজ আল কারনী

No permission to download
Author
ড. আয়েজ আল কারনী
বিচার দিবসের মালিক, পরম করুণাময়, অসীম দয়ালু, সমগ্র বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তা'আলারই সকল প্রশংসা প্রাপ্য। সালাত (দরূদ) ও সালাম বর্ষিত হোক সকল নবী-রাসূলের সর্দার, আল্লাহর নবী ও রাসূল মুহাম্মাদের উপর এবং তাঁর বংশধর, সঙ্গী-সাথী, স্ত্রী-পরিবার-পরিজন, আহলে বাইত ও তাঁর সকল উম্মতের উপর।

অশান্ত পৃথিবী। কোথাও শান্তি নেই। চারিদিকে শুধু মারা-মারি, কাটা-কাটি, হানাহানি, হিংসা-বিদ্বেষ, অন্যায়-অত্যাচার, জুলুম-নির্যাতন, (কল্পিত।) অভাব-অনটন, নাই নাই রব আর হাহাকার! চারিদিকে শুধু অশান্তির দাবানল দাউদাউ করে জ্বলছে। মানুষের মনে আজ শাস্তি নেই। ব্যর্থতা ও হতাশার গ্লানি তাদেরকে উন্মাদপ্রায় করে তুলেছে।

না! না! আর মির্ঘুম রাত কাটাতে হবে না। আর বিনিদ্র রজনী যাপন করতে হবে না। হতাশা ও বিষণ্নতায় আর পাগলপারা হয়ে থাকতে হবে না। শাস্তির বার্তা এসে গেছে। অশান্ত, বিভ্রান্ত, হতাশ, বিষণ্ন, ভগ্নমনোরথ, ভগ্নহৃদয়, রোষানলে দগ্ধ, মানসিক যাতনায় উন্মাদ ও কাতর, পরশ্রী কাতর, হিংসুক, বিদ্বেষী, অভাবী, ধনবল ও জনবলের গর্বে গর্বিত, অহংকারী এবং বাড়ি-গাড়ি-নারী, জনবল ও ক্ষমতার মোহে মোহাচ্ছন্ন ইত্যাদি সকল প্রকার মানসিক রোগীর সমাধান নিয়ে শান্তির ধর্ম ইসলাম আজ মানবতার দুয়ারে হাজির।
  • 463.jpg
    463.jpg
    27.7 KB · Views: 3
Author
Admin
Downloads
0
Views
23
First release
Last update
Rating
0.00 star(s) 0 ratings

More resources from Admin

665Threads
665Messages
9Members
Delbert497Latest member
Top