শাইখ রাবি [হাফিযাহুল্লাহ] বলেন,
“সত্যপন্থিদের জন্য আবশ্যক ধৈর্য অবলম্বন করা। এই সত্য দ্বীনকে আঁকড়ে ধরা। যখনই প্রবৃত্তির অনুসরণ বহুগুণে বেড়ে যায় তখনই নিজেকে সত্যানুসরণে আরও অধিক সচেষ্ট করে তোলা উচিত। কেননা, নবি (ﷺ) বলেছেন,
“আমার পরে অচিরেই তোমরা মারাত্মক মতভেদ লক্ষ্য করবে। তখন তোমরা আমার সুন্নাত ও হিদায়াতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদীনের সুন্নাত অবশ্যই অবলম্বন করবে, তা দাঁত দিয়ে শক্তভাবে কামড়ে ধরবে। অবশ্যই তোমরা বিদআত কাজ পরিহার করবে। কারণ প্রতিটি বিদআতই ভ্রষ্টতা।”[1]-[2]
[1] ইবন মাজাহ, আস-সুনান, হা.৪২।
[2] রাবি, মাজমু’উ, ১৪:২৯৪।
“সত্যপন্থিদের জন্য আবশ্যক ধৈর্য অবলম্বন করা। এই সত্য দ্বীনকে আঁকড়ে ধরা। যখনই প্রবৃত্তির অনুসরণ বহুগুণে বেড়ে যায় তখনই নিজেকে সত্যানুসরণে আরও অধিক সচেষ্ট করে তোলা উচিত। কেননা, নবি (ﷺ) বলেছেন,
“আমার পরে অচিরেই তোমরা মারাত্মক মতভেদ লক্ষ্য করবে। তখন তোমরা আমার সুন্নাত ও হিদায়াতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদীনের সুন্নাত অবশ্যই অবলম্বন করবে, তা দাঁত দিয়ে শক্তভাবে কামড়ে ধরবে। অবশ্যই তোমরা বিদআত কাজ পরিহার করবে। কারণ প্রতিটি বিদআতই ভ্রষ্টতা।”[1]-[2]
[1] ইবন মাজাহ, আস-সুনান, হা.৪২।
[2] রাবি, মাজমু’উ, ১৪:২৯৪।